নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের অভিযানে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে বারটায় উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে একটি টয়লেটে একটি ব্যাগের ভেতর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব- ৯ সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরপুর ইউনিয়নের শ্রীরামসি হাই স্কুল এ্যান্ড কলেজের উত্তর পার্শ্বে পুরাতন ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেট এর ভিতর একটি নীল রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় একটি পুরাতন রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, রিভলবারটি পুরাতন মরিচাপড়া ও কালো কসটেপ পেচানো অবস্থায় ছিল। এর ক্যালিবার ৬ মিঃ মিঃ, দৈর্ঘ্য বাট, বডি, ব্যারেলসহ ২২ সেঃ মিঃ, যাহাতে হেমার ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কোন গুলি পাওয়া যায় নি।
Commentbox