স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুকে সংবর্ধনা জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টায় জগন্নাথপুর পৌর এলাকার স্থানীয় মেজবান রেস্তোরাঁয় এ সভার আয়োজন করে আজকের আলো মিডিয়া পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন- আহমেদ হোসাইন ছানু গণমাধ্যমে একজন সংগ্রামী ও উদ্যমী ব্যক্তিত্ব, যাঁর কাজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। বক্তারা বস্তুনিষ্ঠ ও সমাজমুখী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং আলো মিডিয়া গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন। বক্তারা আরও বলেন জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান আহমেদ হোসাইন ছানু রাজধানীতে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত সম্পাদনা করছেন আমাদের জগন্নাথপুরের অহংকার আশাকরি তিনি জগন্নাথপুর বাসীর কল্যাণে সবসময় কাজ করে যাবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, সাহিত্য সম্পাদক আমিনুল হক সিপন, জগন্নাথপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন খান, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ফুজায়েল আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভা শেষে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক এর আগমনে জগন্নাথপুরে সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।
Commentbox