পৃথিবীর স্বর্গ খ্যাত কাশ্মিরে ভারতীয় আগ্রাসন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তৌহিদী জনতা। মিছিলটি খুদিরাই পয়েন্ট এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন কাড়ারাই মাদ্রাসার মুহতামীম মাওলানা আক্তার হোসেন। হাফিজ শায়েখুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সোনার বাংলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা রনসী’র সভাপতি মাওলানা আলী খান, ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন, কাড়ারাই গ্রামের সমাজকর্মী আমজদ হোসেন, রনসী গ্রামের সমাজকর্মী আবদুল মতিন। বক্তব্যে বক্তারা বলেন, ‘বিশ্বের সকল মুসলিমদের উচিত হবে ভারতের চালানো এ গণহত্যার প্রতিবাদ করা। আমরা এর প্রতিবাদ জানাই। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ ও কাশ্মিরের বিশেষ ক্ষমতা ফিরিয়ে দিতে ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।’
এসময় উপস্থিত ছিলেন রুবেল হোসেন, মাহি উদ্দিন, রুশন আলী, নজরুল ইসলাম, কাউছার আহমদ, মাহবুব আলম কামরান হোসেন প্রমুখ। পরে খুদিরাই পয়েন্টে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাড়ারাই মাদ্রাসার মুহতামীম মাওলানা আক্তার হোসেন। বিজ্ঞপ্তি


দক্ষিণ সুনামগঞ্জে কাশ্মিরে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
১১ আগস্ট ২০১৯, ৪:১২ অপরাহ্ন |
পোস্টটি ১৬৮ বার পড়া হয়েছে



