jagannathpurpotrika-latest news

আজ, , ৫ই শাওয়াল, ১৪৪১ হিজরী

সংবাদ শিরোনাম :
প্রেমহীন পরবাস : এনামুল হক মিলন

কোনোদিন হবে না দেখা
যাচ্ছি ছেড়ে অনেক দূর,
ক্ষমা করে দিও মোরে
কষ্ট জমা অন্তপুর।

 

ইচ্ছা ছিলো থাকবো এবার
যাবো না আর ফিরে ,
অমাবস্যা ঘোর নামিল
তোমার প্রীতির নীড়ে।

 

জানি না ফিরবো কবে
স্মৃতি হবে বাসী,
সর্বনাশী কষ্ট চেপে
হলাম পরবাসী।

 

ভালবাসা দিলম আড়ি
ফিরবোনা আর তাড়াতাড়ি,

 

ভালবাসে আমাকে নয়
টাকাই সকল প্রীতি,
এই প্রবাসে রাত্রি কালে
জাগে দেশের স্মৃতি।

 

 

কবি: গ্রাম: বিশারদপুর (ঝিগলী), ছাতক, সুনামগঞ্জ, মোবাইল- 01723-570274

এখানে ক্লিক করে শেয়ার করুণ