jagannathpurpotrika-latest news

আজ, , ৩রা শাওয়াল, ১৪৪১ হিজরী

সংবাদ শিরোনাম :
এম এ মান্নান আল্লাহর দান : কাজী জমিরুল ইসলাম মমতাজ

এম এ মান্নান আল্লাহর কৃপায় সকলের প্রাণ,
দেশবাসীর দোয়া রয়েছে কাজ করে যান,
আমাদের মাঝে রয়েছেন তিনি আল্লাহর দান।

 

চাকুরী জীবনে বিমান দূর্ঘটনায় বেচে ছিল প্রাণ,
যাত্রী সবাই মরে গেল নিতর দেহ পড়ে রইল জান।

 

মন্ত্রীত্ব জীবনে রেল যোগে আসেন সিলেটের পথে,
ঘুমিয়ে ছিলেন মন্ত্রী বুঝতে পারেন দূর্ঘটনার পরে,
মন্ত্রীর ডাব্বা ব্যতীত অন্য সকল ডাব্বা খাদে পড়ে যায়,
শুধু মন্ত্রী যে ডাব্বায় ছিলেন সে ডাব্বা অক্ষত থেকে যায়।

 

মন্ত্রী সড়ক যোগে প্রোগ্রামে আসার পথে,
ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাতে,
নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে,
দূর্ঘটনাকৃত প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

 

মহান আল্লাহর কৃপায় মন্ত্রী অক্ষত রয়েছেন,
মা-বাবার গর্ভের ধন দেশবাসীর উন্নয়ন,
দেশের আবাল বনিতা বৃদ্ধজন দোয়া করে সারাক্ষণ,
এম এ মান্নান সকলের প্রিয় রতন।

 

এম এ মান্নান এক মূর্ত প্রতীক,
কাজ করছেন নিরলস ও নিষ্ঠার সহিত,
বেচে থাকবেন আজীবন মানুষের গতিত।

 

মানুষ মানুষের জন্য দোয়া করেও ভিন্ন,
জীবন জীবনের জন্য সম্পর্ক করেনা ছিন্ন,
মানুষের প্রাণ খোলা দোয়া রয়েছে আপনার জন্য।

 

লেখকঃ কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ