ডেস্ক রিপোর্ট :: ওয়ার্মআপের অংশ হিসেবে গতকাল ফুটবল খেলতে গিয়ে পড়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন। টেস্টের পর তার গোড়ালির চোট ধরা পড়ে। খেলতে পারবেন না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচ। দলের সেরা অলরাউন্ডারের ইনজুরিতে টুর্নামেন্ট শুরুর আগেই বিপাকে পড়ে গেলো মিনিস্টার গ্রুপ রাজশাহী।
চোট পাওয়ায় এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন সাইফুদ্দিন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এটা নিয়ে খুব বেশি চিন্তিত নন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাজশাহীর জন্য সাইফুউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে সাত দিন পাবো না। এটা নিয়ে অবশ্য খুব বেশি চিন্তা করছি না। আগামীকাল আমাদের ম্যাচ আছে। দল যেমনই হোক, সেটা নিয়েই লড়াই করবো।’
শান্ত’র মতে, ইনজুরি খেলারই অংশ। এটা যেকোনো সময়, যে কারো হতে পারে, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপেও সাইফুদ্দিন ফিট ছিল। নিজের সম্পূর্ণটা দিয়েই পারফর্ম করলো। এবার টি-টোয়েন্টি কাপের আগেই ইনজুরড হয়ে গেলো। এটা খেলারই অংশ। যে কারও হতে পারে। এখানে কারও হাত নেই। এর থেকে খেলায় মনোযোগ দেওয়া উচিৎ। আমাদের যে দল আছে তাতে আমি সন্তুষ্ট। আশাকরি ভালো কিছু হবে।’
আগামীকাল (২৪ নভেম্বর) বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে রাজশাহী। ২৬ এবং ২৮ তারিখ তাদের প্রতিপক্ষ জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এই তিন ম্যাচেই সাইফুদ্দিনকে পাচ্ছে না পদ্মাপাড়ের দলটি।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর খেলোয়াড়দের নামের তালিকা: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম, রেজাউর রহমান, শেখ মেহেদি হাসান।-স্পোর্টস নিউজ