বিজয় এলো কত
রক্তপাতে লাখো মায়ের
অশ্রু’র সাগরে।
বিজয় এলো দীর্ঘ পথ
ঘুরে রক্তক্ষয়ী যুদ্ধে।
লাখো মা, বোনের সম্ভ্রম
আর শহীদের রক্তে।
বিজয় এলো মুক্তিকামী
মানুষের সংগ্রামে।
বিজয় এলো লাল প্রবাহ
বয়ে, লাল সবুজের দেশে।
বিজয় এলো অগ্নিঝড়া
থেকে লাখো মানুষের
আত্মত্যাগে।
বিজয় এলো অত্যাচার,
ঝুলুম, নিযার্তন, নিষ্ঠুরতার
পরে।
কবি: জগন্নাথপুর, সুনামগঞ্জ।