নয় মাসে বিজয় এল
তাজা রক্তের ক্ষয়,
তাইতো সবার মুখে
জয় বাংলা জয়।
মুজিব বর্ষে লাখো সালাম
সকল বীরের তরে,
লাল সবুজের পতাকা তাই
স্মৃতির অক্ষরে।
রক্তরাঙ্গা ভোরের আলোয়
বিজয়ের মাস শুরু,
রূপে গুনে আমার দেশ
সকল দেশের গুরু।
সোনার বাংলায় জন্ম নিয়ে
ধন্য গো মা ধন্য,
ভাষা পেলাম হাসা পেলাম
বীর শহীদের জন্য।
কবি: ছাতক, সুনামগঞ্জ।