ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার পর পর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন পৌরসভার সাবেক জনন্দিত মেয়র, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও পৌরসভার সাবেক জনন্দিত মেয়র আক্তারুজ্জামান আক্তার জগন্নাথপুর পত্রিকাকে জানান, আগামি ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে পৌরবাসীকে সাথে নিয়ে মেয়র পদে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। তিনি আরো জানান, পৌরবাসী আমাকে অতিথেও তাদের ভালোবাসায় মেয়র নির্বাচিত করেছিলেন। আমি বিশ্বাস করি তাদের সন্তান হিসেবে এবারও আমাকে মেয়র নির্বাচিত করবেন।