সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গাবাজার ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান মকদ্দুস আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইত্তেহাদুল উলামা পরিষদ বুরুঙ্গা।
উলামা পরিষদের সভাপতি হাফিজ মাওঃ আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ আনোয়ার হোসাইন এক শোক বার্তায় বলেন, মকদ্দুস আলী বুরুঙ্গা ইউনিয়নবাসী ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকতেন। একজন সজ্জন ব্যক্তি ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে বুরুঙ্গা ইউনিয়নবাসী একজন সমাসেবীকে হারালো।
শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি