নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ভাষা সৈনিক, জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেট আগমন করলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শুব্রত পুরকায়স্থ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আশফাক আহমদ, সিলেট মহানগর আ.লী নেতা এডভোকেট সৈয়দ শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ডনের সহধর্মিণী মুমতাহিনা হাসনাত রিতু, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী লীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা হাজি আব্দুল জব্বার, নুরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামিম আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা বিধান কুমার শাহা, এডভোকেট রঞ্জিত দাস, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ইলিয়াছুর রহমান,
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান সিতু, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।