ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৮ বছর পর উপজেলা ছাত্রদলের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুনকে আহবায়ক ও ছাত্রনেতা শামছুল ইসলাম জাবিরকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুনামগঞ্জ জেলার আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোঃ তারেক মিয়ার ৬ জানুয়ারি রাতে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক সৈয়দ আখতার হুসাইন, যুগ্ম আহবায়ক ইমামুল হুসাইন, যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ সুজেল আহমদ, যুগ্ম আহবায়ক জাকারিয়া হুসাইন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাওন, যুগ্ম আহবায়ক আবু হেনা, যুগ্ম আহবায়ক তানভীর আহমদ তামিম, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কামালী, সদস্য সৈয়দ শিব্বীর আহমদ, সদস্য মোস্তাক আহমদ সাহেল, সদস্য আকমল হোসেন, সদস্য জুয়েব হুসাইন, সদস্য তোফায়েল আহমদ, সদস্য শেখ আল আমিন, সদস্য মোঃ হুমায়ুন খান রায়হান, সদস্য এম এ সালাম, সদস্য মল্লিক ফাহিম আহমদ। বিজ্ঞপ্তি বলা হয় আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।


জগন্নাথপুরে ছাত্রদলের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
৭ জানুয়ারী ২০২১, ২:৪৪ পূর্বাহ্ন |
পোস্টটি ৬৯৭ বার পড়া হয়েছে



