নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পথসভায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর পথসভা শেষ হওয়ার আগে ককটেল বিস্ফোরণ ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেব গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহস্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই নতুন বাজার গোলচত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠু নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনো অপশক্তি প্রভাবিত করতে পারবে না।