ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র আ.লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকা মার্কার সমর্থনে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে উপজেলা শ্রমিক লীগের উদ্যােগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর পয়েন্টে উপেজলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিন ও সৈয়দ তুরণ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ রব্বানী মিয়া, রেজাউল করিম ইয়াওর, বশির আহমদ আলফু, শরিফ হোসেন শিপন, তৈয়ব আলী, বাবুল দাস, মোঃ আজিজ মিয়া, সমশর আলী, সৈয়দ আহমদ, রফু মিয়া, সৈয়দ জয়তুন মিয়া, ইদন মিয়া, মইনুল মিয়া, মিনা রাণী পাল, নয়ন রায়, তৈয়মুছ আলী, আলী হোসেন, তমির হোসেন, সাবির মিয়া, সুন্দর মিয়া, লাল মিয়া, নুর আহমদ প্রমূখ।