ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার তীব্র শীতের মাঝে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বেলা আরো বাড়লে ভোটারদের সংখ্যাও বাড়বে। জগন্নাথপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো আজ নির্বাচন শুরু হয়েছে।
উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০জন।