وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَٰامِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهِۦ مِنۢ بَيْنِ فَرْثٍۢ وَدَمٍۢ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشَّٰرِبِينَ
অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে আমি তোমাদের পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু, (সুরা নাহাল)
গোবর আর রক্তের মাঝে অবস্থান করে ও নিজ স্বকীয়তা ও শুভ্রতা বজায় রাখে বলেই দুধ পৃথিবীর সেরা পানীয় ও খাদ্য।
জাহেলিয়াত আর গোত্রীয় রক্তপাতের মধ্যে ও নিজে আদর্শ সত্যবাদী জীবনের অধিকারী ছিলেন বলেই বিশ্বনবী সঃ পৃথিবীর সেরা মহামানব।
সমাজের অশ্লীলতা আর রক্তপিপাসু হিংসা বিদ্বেষের মাঝে অবস্থান করে সমস্যার পাহাড় ডিঙ্গিয়ে যে নিজের পরিশুদ্ধ চিন্তা ও চরিত্রকে কালিমামুক্ত রাখবে , সে হতে পারবে,
& সাদা মনের মানুষ।
& রুচিসম্মত মানুষের কাছে গ্রহণযোগ্য।
& মানুষের আত্মার তৃপ্তিদায়ক।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিন।
লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।