ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার চলাচলের একটি রাস্তা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হওয়ায় অবশেষে প্রবাসীদের উদ্যােগে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও ইছমাইলচক গ্রামের প্রবাসী হোয়াটস্যাপ গ্রুপের উদ্যােগে সমাজসেবক, শিক্ষানুরাগীদের আর্থিক সহযোগিতায় শুক্রবার (২২ জানুয়ারি) ইছমাইলচক গ্রামের একটি রাস্তা সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাস্তা সংস্কারে বিদেশ থেকে যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন তারা হলেন, জুয়েল মিয়া (ইছমাইলচক), মতিউর রহমান (ইছমাইলচক), মোঃ ছহিল উদ্দীন (স্বজনশ্রী), মোঃ তফাজ্জুল হোসেন (স্বজনশ্রী), আখলাকুল আম্বিয়া ফটিক মিয়া (স্বজনশ্রী), মোঃ আলী আশকর (স্বজনশ্রী), মোঃ আশরাফ উদ্দীন (ইছমাইলচক), মোঃ চন্দন মিয়া (স্বজনশ্রী, মেজর আশফাক সামী (সৈয়দ পুর,) মোঃ আবু বক্কর (স্বজনশ্রী),
নজরুল ইসলাম আবির (স্বজনশ্রী) মোঃ আফছর উদ্দিন (স্বজনশ্রী)। দেশে যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন, তারা হলেন, মোঃ আরশ মিয়া চেয়ারম্যান, মোঃ নাইয়র মিয়া (ইছমাইলচক), মোঃ জাকির হোসেন (ইছমাইলচক), মোঃ ইজাজুল (ইছমাইলচক), আব্দুল আলী (ইছমাইলচক), মোঃ সুলতান মেম্বার (স্বজনশ্রী), মোঃ বশর মিয়া (ইছমাইলচক), মাওলানা জয়নাল আবেদীন (ইছমাইলচক), মো ফারুক মিয়া (ইছমাইলচক), মাসাদ আহমদ (ইছমাইলচক। এদিকে রাস্তার উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করায় এলাকাবাসীর পক্ষথেকে প্রবাসীদেরকে ধন্যবাদ জানানো হয়।