সত্য পথের তীর্থ পথিক
শান্তির গান গায়।
আহ্বান করে দৈত্যকে সে
বলে আয় ফিরে আয়।
অসুর দনুজ হিংস্র দানবী
পাতালের মাতাল পথিক
অবশেষে তারা লাঞ্চিত হয়
বঞ্চিত হয় অধিক।
সত্য পথের তীর্থ যাত্রীর
নাই কোনো তার ভয়
কল্যাণ যাদের লক্ষ্য তাদের
নাই কোনো পরাজয়।
নির্বোধ যারা ভুল পথে চলে
পায়নি প্রাপ্য পথ।
ভালবাসিয়া ফিরায়ে আনতে
চেষ্টা করো অবিরত্।
সজ্ঞানে যদি কেড়ে নেও তুমি
অন্যের অধিকার
তোমার ক্ষতির তুমিই দায়ী
করতে হবে হাহাকার।
সততা আর সাধুতা কে যারা
করে নেয় চির সাথী
আপাদমস্তক বিপদের পরেও
জ্বলবে আলোর বাতি।