একুশ মানে বাংলাতে
কথা বলার সুখ,
একুশ মানে শহীদের রক্তে
মায়ের ভাষায় কথা বলার
অধিকার।
একুশ মানে বাঙালীর মুক্তির
দাবিদার,
একুশ মানে বাংলাতে হাসতে
গায়তে কথা বলার অঙ্গীকার।
একুশ মানে সালাম-রফিক-
জব্বার-বরকতের অবদান,
একুশ মানে বাঙালী পরিচয়।
একুশ মানে রক্তে অর্জিত
মুখের ভাষা.
একুশ মানে বিজয়ী বাঙালি
স্বাধীনতার হাতিয়ার।
একুশ মানে বই মেলা কবি
সাহিত্যিকের মিলন উৎসব,
একুশ মানে ভাষার প্রাণ
ও জাতি সত্ত্বার বিকাশ।