মিছিলের অগ্রভাগে রক্ত ভেজা শার্ট
শার্ট থেকে ফোটা ফোটা রক্ত ঝরে
মায়ের ভাষা দাবির কন্ঠে আগুন ঝরে
নিজের জীবন বিলিয়ে দিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই।
রফিকের লাল শার্ট মিছিলের অগ্রবাগ
বাংলার আকাশ বাতাস ধ্বনি
রাষ্ট্রভাষা বাংলা চাই মায়ের ভাষা আমরা চাই
মা তোমার ভাষা কেড়ে নেওয়ার সাহস এদের নাই।
মিছিলের অগ্রভাগে সালামের কণ্ঠধ্বনি
অ আ ক খ আমরা সবাই জানি
রাষ্ট্রভাষা বাংলা হবে এবার বুঝবে পাকবাহিনী
জীবন দিব বাংলা ভাষা রক্ষা করব।
চৌচল্লিশ ধারা ভঙ্গ করে ছাত্র জনতা রাস্তা ধারে
মিছিলে মিছিলে কম্পিত করে
রাষ্ট্রভাষা বাংলা চাই এর কোন বিকল্প নাই
পাকবাহিনী নিপাত গেল মায়ের ভাষা বাংলা হল।