ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার হতে ভবের বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সৈয়দপুর বাজার টু ভবের বাজার সড়কে সংস্কার নেই দীর্ঘদিন। ফলে রাস্তার পিচ উঠে গিয়ে ছোটবড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। তারা আরো জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পুঙ্গুত্ব বরণ করেছেন। রাতের বেলায় বিভিন্নস্থান থেকে বড় বড় ট্রাক উপজেলা সদরে আসে। জগন্নাথপুর, ভবের বাজার-সৈয়দপুর বাজার হয়ে নয়াবন্দর টু গোয়ালাবাজার-সিলেটের এ রাস্তায় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ও আশারকান্দি ইউনিয়নবাসীর উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র এ রাস্তা। স্থানীয়রা এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে।