jagannathpurpotrika-latest news

আজ, , ২৯শে শাবান, ১৪৪২ হিজরী

সংবাদ শিরোনাম :
ভালো : মোঃ আলীনাজ হোসাইন

সালাম দিলে মানুষ ভালো,
ঘুষ ছারা ভালো সালিশ৷

চলা ফেরায় গাড়ি ভালো,
ব্যাথার জন্য মালিশ৷

মেঘের জন্য ছাতা ভালো,
ঘুমের জন্য বালিশ।

যত্ন করলে ফসল ভালো,
জলে ভালো মাছ।

অন্ধকারে আলো ভালো,
ফলে ভালো গাছ।

লেখা পড়ায় ছাত্র ভালো,
জঙ্গলায় ভালো পশু।

ব্যবহারে বংশ ভালো,
মায়ের কোলে শিশু।

হাট বাজারে ব্যবসা ভালো,
রাজ নিতিতে নেতা।

শিক্ষা দানে শিক্ষক ভালো,
বললে ভালো কথা।

 

কবি: আক্তাপাড়া, দক্ষিণ সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ