ইয়াকুব মিয়া :: জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কে গত রোরবার সন্ধ্যা রাতে ওই সড়কের ছাতক অংশের কুন্দানালা খালের উপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসেপড়া সেতু আজ শুক্রবার দুপুরে পরিদর্শন করেছেন সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। জানাগেছে, ডাবর থেকে জগন্নাথপুর অংশে পুরাতন সেতুগুলো ভেঙে ৭ টি নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে ৬ মাস আগে। সাতটি সেতু নির্মাণকাজে ১১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করছে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এ- ইঞ্জিনিয়ার্স লিমিটেড।


জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কে ১৫ কোটি টাকা ব্যয়ে উদ্বোধনের আগেই ভেঙে পড়া সেতু, পরিদর্শনে সচিব
৫ মার্চ ২০২১, ৮:১৫ অপরাহ্ন |
পোস্টটি ২৪৯ বার পড়া হয়েছে



