খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পূণর্গঠন উপলক্ষে ৬ মার্চ শনিবার বিকেলে স্থানীয় মজলিস মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা শুয়াইবুুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াক্কাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাও. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুহিব্বুর রহমান শিবলু, জেলা অফিস সম্পাদক মাও. আলী খান।
খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, সহ-সভাপতি মাও. আব্দুল মুক্তাদির, মাও. ফরীদ উদ্দিন মাসউদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াক্কাছ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. মাশুক আহমদ, বায়তুলমাল সম্পাদক মাও. বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হা. নাজিম উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক মাও. নূরুদ্দিন, উলামা বিষয়ক সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা খানম, সদস্য মাও. ফাতহুল করীম। বিজ্ঞপ্তি