স্পোর্টস রিপোর্ট :: টেস্ট সিরিজ থেকে টি-২০ ফরম্যাটে ফিরেই হারের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল বিরাট কোহলির দল। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ জিতে ১-১ সমতায় ফিরল ভারত। অভিষেকে যেমন দুরন্ত ব্যাটিং করলেন ইশান কিষান, তেমনই অধিনায়কোচিত ইনিংস খেললেন বিরাট কোহলিও। শেষদিকে আবার ঝড়ো ইনিংস ঋষভ পন্থের। ফলে ১৩ বল বাকি থাকতে ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যমাত্রা সাত উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ভারত। রবিবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান কে এল রাহুল। তবে বিরাট-কিষান জুটি দলের উপর কোনো চাপই আসতে দেননি। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করলেন। মাত্র ৩২ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে ইশান যখন আউট হন, ম্যাচ তখন অনেকটাই ভারতের মুঠোয়। এরপর ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন ঋষভ। যদিও তিনিও আউট হয়ে যান। শেষ পর্যন্ত বিরাট-শ্রেয়স জুটি ভারতকে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে দিলেন। বিরাট অপরাজিত ছিলেন ৭৩ রানে। এদিন ম্যাচ জেতার পাশাপাশি অধিনায়ক হিসেবে দ্রুততম ১২ হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন বিরাট কোহলি। পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকে। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান করার অনন্য রেকর্ডও গড়লেন তিনি।


দুর্দান্ত জয়ে সমতায় ফিরল ভারত
১৫ মার্চ ২০২১, ৩:৩১ পূর্বাহ্ন |
পোস্টটি ৪৬ বার পড়া হয়েছে



