jagannathpurpotrika-latest news

আজ, , ২৯শে শাবান, ১৪৪২ হিজরী

সংবাদ শিরোনাম :
কবর : সৈয়দ শাহনুর আহমদ

অতল ভূতলে হবে মৃতের আলয়
যমদূত কবর হবে হাহাকার নিলয়
ধূমকেতু কালনাগ পুচ্ছ সাপের ঘর
অনন্ত আগুনে কাঁপবে মুহু্র্মু-হুর।

 

জিবীকার মরীচিকায় ঝি’পোকার মত
অতীত হয়েছে জীবন নাজানি কতো
কল্পলোকের গল্পে নায়ক নায়িকা মোরা
ভুলে যাই কবর, পেয়ে নান্দনিক ধরা!

 

দুতীর বৃথা-জ্যোতিতে জড়িয়ে ভাবি
এইতো বোধয় হা হা, পেয়েগেলাম সব-ই
তটে-তটে জানি, বিভ্রাটের বাণী
ঘাটে ঘাটে খাদ, শুনিনা কবরের ধ্বনি।

 

সদাগরের তরী মুক্তা বুঝে বোঝাই করি
সৌর-লোকের সিঁড়ি, আহা কি আহামরি
ব্যথা আবর্ত গতানোগতিক হাওয়ায়
কূল ফিরে হায় মরি নিছক ভাবনায়।

 

সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে স্রষ্টাকে দিছি ফাঁকি
অবুঝের কাঁদনে এখন বৃষ্টি ঝরা আঁখি
কবরের খবর নিবে-না কেউ আর
ভরসা হে প্রভু শুধু তোমার মহিমার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ