ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাতটি ভাগ্যরজনী হিসেবে পরিচিত। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল এবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আসকারের মধ্য দিয়ে রাতটি পালন করা হয়েছে। শবে বরাতের রাতে মসজিদে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, নামাজ, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।