jagannathpurpotrika-latest news

আজ, , ২৪শে রমযান, ১৪৪২ হিজরী

সংবাদ শিরোনাম :
আলিশান : দিলওয়ালা

আমরা যারা রাখছি রোজা
সারাদিন না খেয়ে,
সুযোগ আছে খাই না কেন
দেখছি কি একটু ভেবে?

 

তৃষ্ণায় কাতর পানিও সামনে
তথাপি নিজে সংযত,
আল্লাহর হুকুম কুরআনের বাণী
ভয়ে থাকি বিরত।

 

এই হুকুম কি ভাই শুধুই
রমজানের রোজার জন্য?
অন্য সব অবৈধ কাজে কী
আল্লাহর হুকুম নগণ্য?

 

লেনদেন বা চাকরি বাকরি
সব কিছুতেই হুকুম নির্ধারিত
নানান অজুহাতে দায় সারানো
অযৌক্তিক ও অযাচিত।

 

ভাই আসুন সর্বক্ষেত্রেই করি
আল্লাহর হুকুমের অনুসরণ,
যাতে করে দুনিয়া ও আখেরাতে
সাফল্য মণ্ডিত হয় এ জীবন।

 

আর যদি তা না করে লোভে পরে
জীবন করি আলিশান,
হয়তো বা কিছুদিন পরেই বুঝব
যখন যাব গোরস্থান।

 

কবি: প্রভাষক, শেখ শামছুল হক কলেজ, বানিয়াচং, হবিগঞ্জ, মোবাইল 01712923656

এখানে ক্লিক করে শেয়ার করুণ