jagannathpurpotrika-latest news

আজ, , ১৩ই জিলহজ্জ, ১৪৪২ হিজরী

সংবাদ শিরোনাম :
ভিক্ষা দাও : সৈয়দ শাহনুর আহমদ

ভিক্ষুক আসিয়া ভিক্ষা খুঁজিলে
শ্বাসিও না তারে ভিক্ষুক বলে
দেখিও না তারে ধর্মের লয়ে
মানুষ হিসাবে নিও তারে সহে।

ভিক্ষার থলি হাতে পাটিয়েছেন যিনি
সর্ব জাতির পরম প্রভু তিনি
তোমাকে বানিয়েছেন দানের দাতা
পরীক্ষা নিচ্ছেন দিয়ে স্বাধীনতা।

একই পৃথিবীর এক পিঠে গরম
অন্য দ্বারে শীতল শিলাবৃষ্টি
উপরের খবর উপরওলার হাতে
যিনি করেছেন পৃথিবী সৃস্টি।

যোগের বদলে রাজা হয় প্রজা
প্রজা পায় রাজার তাঁজ
নদী স্রোতের মতো জীবন ধারা
কে কখন হবে রাজাধিরাজ।

ভিখারিদের অধিকার হচ্ছে খর্ব
মানুষের দেশে অমানুষের গর্ভ
নিখিল দুখী নিপীড়িতের আর্তনাদ
দিন দিন অসহনীয় হচ্ছে দীর্ঘ।

মর্তের পৃথিবীতে সাম্য শান্তি আসুক
জাগুক সম্ভব সমতার রীতিনীতি
ধন্ধ বন্ধে চাই ভালোবাসার বন্ধন
নির্মোহ মনে স্বর্গীয় প্রেম প্রিতি।

ভুলে যেওনা হাবিল, কাবিলের কথা
জন্ম সুত্রে ছিলেন মুসলমান
হিন্দু বৌদ্ধ ইহুদী খৃষ্টান
একই ঔরসজাত আদম সন্তান।

কবি নজরুলের লিখিত পংক্তি
ধনীরা চাও ফিরে চাও
আর কেহ ভিখ দিক বা না দিক
তোমরা ভিক্ষা দাও।

 

কবি: যুক্তরাজ্য প্রবাসি: গ্রাম সৈয়দপুর (বুধরাইল), জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ